‘বয়কট মিয়ানমার’ ক্যাম্পেইন শুরু
আন্তর্জাতিক ডেস্ক:
হেগ এর আন্তর্জাতিক আদালতে গণহত্যার শুনানি শুরুর আগে দিয়ে বিশ্বব্যাপী ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু করেছে রোহিঙ্গা মুসলিমদের সমর্থক মানবাধিকার সংগঠনগুলো।
বিশ্বে নেতৃস্থানীয় রোহিঙ্গা অধিকার সংগঠন ‘দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ (এফআরসি) এক বিবৃতিতে বলেছে, ১০টি দেশের ৩০টি মানবাধিকার সংগঠন একযোগে এ আন্দোলন শুরু করছে। এতে সামিল হওয়ার জন্য বিভিন্ন করপোরেশন, বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকেও আহ্বান জানানো হয়েছে।
মিয়ানমারকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপে ফেলাই এ ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ এর লক্ষ্য বলে সোমবার জানিয়েছে সংগঠনটি।
অনলাইনে একটি আবেদনের মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। তাতে নরওয়ের নোবেল কমিটিকে ২৮ বছর আগে সু চির পাওয়া নোবেল পুরস্কার কেড়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি একেবারেই এ সম্মান পাওয়ার যোগ্য নন।
চিত্রদেশ//এস//