আন্তর্জাতিকপ্রধান সংবাদ
ব্রাজিলে একদিনে রেকর্ড শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩১ হাজার জন। তালিকায় ব্রাজিলের ওপরে কেবল যুক্তরাষ্ট্র, ৪১ লাখ ছাড়িয়েছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ব্রাজিলে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭১ জন। মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটি।
পাঁচ মাস আগে করোনার সংক্রমণ শুরু হয় ব্রাজিলে। কিন্তু সংক্রমণ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। কভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের ঘোর বিরোধী দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দৃষ্টিতে করোনাভাইরাস ‘সাধারণ ফ্লু’ জাতীয় রোগ। অথচ তিনি নিজেই করোনায় আক্রান্ত!
চিত্রদেশ//এস//