অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ব্যারিস্টার সুমনকে কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে, এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, আসামিকের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ব্যারিস্টার সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর মিরপুর থেকে গত ২১ অক্টোরব দিনগত রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন হৃদয়।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন হৃদয়। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

Related Articles

Back to top button