খেলাধুলাপ্রধান সংবাদ
বৃহস্পতিবার করোনা টিকা পাচ্ছেন টাইগাররা
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড সফরের আগেই খেলোয়াড়দের করোনা টিকা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের আগামী বৃহস্পতিবার করোনা টিকা দেয়া হবে।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানান, প্রথম দফায় কেবল নিউজিল্যান্ডগামী ক্রিকেটাররাই পাবেন টিকা। তবে এরপরই সব বিভাগের ক্রিকেটারদেরকে আনা হবে এ আওতায়।
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিসিবি তালিকা প্রনয়নের উদ্যোগ নিয়েছে। কাজ শেষ হলে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে তা পাঠানো হবে। সরকারী নির্দেশনা মোতাবেক টিকা দেয়া হবে সব ক্রিকেটারকে।’
আগ্রহী খেলোয়ারদেরকেই টিকা দেয়া হবে জানিয়ে সুজন বলেন, ‘করোনার টিকা নিতে কোনো ক্রিকেটারকেই চাপের মুখে পড়তে হবে না। শুধুমাত্র আগ্রহীদেরই দেয়া হবে করোনার প্রতিষেধক।’
চিত্রদেশ//এইচ//