প্রধান সংবাদ

বিস্ফোরণে আহত ৪ শতাধিক, চিকিৎসা ৫ হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা চার শতাধিক। আহতরা পাঁচটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে আহতদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। ভয়াবহ এ বিস্ফোরণে ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এ বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনতলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি ঢাকা কমিউনিটি হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে।

বিস্ফোরণে আহতদের মধ্যে অনেককেই ঘটনাস্থলের কাছাকাছি ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের আউটডোর ইনচার্জ আ জ ম রহমতউল্লাহ সবুজের দাবি, আহত প্রায় ৩০০ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে আহতদের মধ্যে প্রায় অর্ধশতাধিক মগবাজার ওয়্যারলেস গেইটের কাছাকাছি বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণের ঘটনায় আহত ১৭ জন রোগী আসে। প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনকে সেখানে মৃত অবস্থায় নেওয়া হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনজন দগ্ধ রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। দুজনেরই ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকজানিয়েছেন, মগবাজারের বিস্ফোরণে আহত হওয়া ৪৪ জন ঢাকা মেডিকেলে আসেন।এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়াও মগবাজারের হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে আহত ১০ জনকে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button