বিপর্যস্ত ইতালি: করোনায় একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু
আন্তজার্তিক ডেস্ক:
ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।
শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এছাড়া নতুন করে ৫ হাজার ৯৮৬ জন আক্রান্তের ঘটনায় দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১। ইউরোপের দেশটিতে এখনও ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার প্রাণঘাতী এ ভাইরাসে ৪২৭ জনের মৃত্যু হয়। আর গত বুধবার প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন। বৃহস্পতিবার পর্যন্ত সেটাই ছিল যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়েছে গেল তারা।
এদিকে, করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। গিম্বে হেলথ ফাউন্ডেশনের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা মোট আক্রান্তের ৮ দশমিক ৩ শতাংশ।
মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি উৎপত্তিস্থল চীনের উহানে বিস্তার হ্রাস পেলেও ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ।
চিত্রদেশ//এফ//