অপরাধ ও আইন

বিদেশ ফেরতদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়ার নিদের্শ

স্টাফ রিপোর্টার:
কোয়ারেন্টাইনের জন্য বিদেশ ফেরত যাত্রীদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন আদালত।

এদিকে দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আগের ১৪ জনসহ বর্তমানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

নতুন করে করোনায় আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

আরো পড়ুন: দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন, মোট ১৭

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি জানান, বুধবারের পর আর কারো মৃত্যু হয়নি। বুধবার (১৮ মার্চ) একজনের মৃত্যুর হয়।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button