খেলাধুলা

বিজয় দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির সেই মুক্তির দিন আজ। পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে বাংলাদেশ, তার ৪৮ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি। আর এই বিজয় উদযাপনে পিছয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানাচ্ছেন সবাই।

নিজের অফিশিয়াল ফেসবুকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষ্ময় তুমি আমার অহংকার।

নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রাখি। ১৬ ডিসেম্বর একটি বিজয় যা আমাদের জন্য অনেক জয়ের জন্য দরজা খুলে দিয়েছে। স্যালুট মুক্তিযোদ্ধাদের, কখনো ভোলা যাবে না।’

সাকিব আল হাসান লেখেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

আর ক্রিকেটার সাব্বির একটি ছবি পোস্ট করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেন, ‘সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

দিনটির তাৎপর্য মনে করিয়ে দিয়ে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আজ অনেক সাহসী-হৃদয় থেকে ত্যাগের দিন। তাদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যাক না। শুভ বিজয় দিবস।’

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা।’

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button