বিএসএমএমইউতে হয়ে গেল স্টেমকন সম্মেলন
স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত হয়ে গেল সোসাইটির তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন স্টেমকন-২০১৯।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।
স্টেমকন সম্মেলনে দেশ-বিদেশের স্টেমসেল থেরাপির স্বনামধন্য বিশেষজ্ঞরাসহ দেশের ৪০০ চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানে স্টেমসেল বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভার, নিউরোসার্জারি, অস্টিওআথ্রাইটিস, হার্টসহ বিভিন্ন বিষয়ে স্টেমসেল থেরাপির বিভিন্ন গবেষণা তুলে ধরেন।
বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, বিগত তিন বছরেরও অধিক সময় ধরে সোসাইটির সদস্যগণ দেশে স্টেমসেল থেরাপির মাধ্যমে সফলভাবে চিকিৎসা দিয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন নয়, এই সংগঠনটি বিশেষজ্ঞ চিকিৎসকসহ গবেষণায় আগ্রহী গবেষকদের আন্তর্জাতিক সংগঠন।
তিনি আরও বলেন, সারাবিশ্বে খুব অল্পসংখ্যক দেশের স্টেমসেলের গাইডলাইন তৈরি করা আছে যাদের মধ্যে বাংলাদেশ অন্যতম।
স্টেমকনের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বাণী দিয়েছেন।
চিত্রদেশ//এস//