বাড়িতেই করোনার চিকিৎসার জন্য যথেষ্ট
স্টাফ রিপোর্টার:
বাড়িতেই করোনার প্রাথমিক চিকিৎসা করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনলাইনে যোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাড়িতেই বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে হলে একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন থাকলেই যথেষ্ট। ব্লাড প্রেশার মাপতে হলে শুধু তিনটি যোগ্যতা থাকতে হবে। দৃষ্টি শক্তি, শ্রবণ ক্ষমতা এবং ইংরেজি সংখ্যা পড়ার সক্ষমতা। এটা কঠিন কিছু নয়। মূল কাজটা হলো একটা লোককে ট্রেনিং দেয়া। প্রয়োজনীয় ওষুধগুলো আমরা বিনা পয়সায় সরবরাহ করবো। কেবল পরীক্ষার খরচটা তাকে দিতে হবে।
তিনি আরো জানান, করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার উদ্যোগটি সকলকে দেখানোর জন্য যে, কত সহজে অল্প খরচে বাসায় বসেই করোনার প্রাথমিক চিকিৎসা নেয়া যায়। সম্মিলিতভাবে এই উদ্যোগ না নিলে এটি সফল করা সম্ভব নয়। সরকারকেও সহযোগিতা করতে হবে। শুনেছি, দিল্লীতেও করোনা রোগীদের জরুরি সেবা দিতে একই ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে দরিদ্র, মধ্যবিত্ত ও ধনীদের জন্য ভিন্ন ভিন্ন খরচে আইসিইউ এর ব্যবস্থা আছে জানিয়ে ডা. জাফারুল্লাহ বলেন, আইসিইউতে দৈনিক লাখ টাকা খরচ হবার কোনো কারণ নেই। সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে। এছাড়া আইসিইউ এর সুবিধা সম্পন্ন ৫০ শয্যার একটি করোনা ইউনিট আছে। আর ১৯৮২ সালের ওষুধ নীতি বাস্তবায়ন করলে ১ হাজার ৩০০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় দেয়া সম্ভব।
ডা. জাফারুল্লাহ’র সভাপতিত্বে ও গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকৎসা সেবার টিম লিডার অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
চিত্রদেশ//এলএইচ//