আন্তর্জাতিকপ্রধান সংবাদ

বাইডেনও ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার টিকার নিরাপত্তার ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে ক্যামেরার সামনে টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন। বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে টিকা নেওয়ার ঘোষণার দিয়েছিলেন।

গত আগস্টে ইপসোস-মোরির পরিচালিত জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়। এরা সবাই টিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাইডেন বলেছেন, ‘ভ্যাকসিনের কার্যকারিতার ব্যাপারে আস্থা হারিয়েছে জনগণ। ইতোমধ্যে সেই সংখ্যা বিস্ময়করভাবে কম এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কী করে তা দেখার বিষয়।’

করোনার বিস্তার ঠেকাতে ক্ষমতা গ্রহণের পর প্রথম ১০০ দিন নাগরিকদের মাস্ক পরার আহ্বান জানাবেন বলেও সাক্ষাৎকারে বলেছেন তিনি।

 

বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন, যদি প্রত্যেক মার্কিন নাগরিক মুখ ঢেকে রাখেন, তবে কোভিড-১৯ সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

 

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button