বাংলাক্রাফ্ট আয়োজিত হস্তশিল্প ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক জুম মিটিং অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
হস্তশিল্পের বর্তমান দুরবস্থা থেকে উত্তরণের অন্যতম একটি মাধ্যম হতে পারে ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমে পরিচালিত অনলাইন ভিত্তিক বাণিজ্য ! সে লক্ষ্যে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাক্রাফ্ট-এর যৌথ উদ্যোগে বাংলাক্রাফ্ট-এর সদস্যদের অংশগ্রহণে গত ৪জুলাই শনিবার হস্তশিল্প ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি ZOOM মিটিং অনুষ্ঠিত হয় ।
মিটিংয়ে বিপিসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুজ্জামান এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় অনলাইন ভিত্তিক বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনাসহ, ডিজিটাল মার্কেটিং ও বাংলাক্রাফ্ট ই-শপ এর রূপরেখা নিয়ে বিস্তারিত হয় । এর ধারাবাহিকতায় “বাংলাক্রাফ্ট ই-শপ” প্রতিষ্ঠার লক্ষ্যে এর একটি রূপরেখা প্রস্তুত করে প্রস্তাবনা আকারে তা “বিজনেস প্রমোশন কাউন্সিল” এ জমা দেওয়া হয়েছে ।
চিত্রদেশ //এস//