বাংলাক্রাফটে অনলাইনে হস্তশিল্পজাত পণ্য বিক্রয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লাবণ্য হক:
রাজধানীতে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) আয়োজিত অ্যামাজান ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে হস্তশিল্পজাত পণ্য বিক্রয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বাংলাক্রাফট অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইক্যাব) ও এরিয়া৭১ উদ্যোক্তাদের বর্তমান সময়ে ব্যবসাকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে দেশে এবং দেশের ক্রশ বর্ডারের সমস্যাগুলো মিট আপ করে আমাজনের বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা যুগপোযোগী ব্যবসা কিভাবে করতে পারবে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাক্রাফটের প্রেসিডেন্ট গোলাম আহসান ও ভাইস-প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা।
আলোচক ছিলেন ই-ক্যাবের ডাইরেক্টর কমনিকেশন শিহাব উদ্দিন শিপন , এরিয়া৭১ এর প্রতিষ্ঠাতা আহসান হাবীব ও ক্রাফট ভিশন বিডির প্রােপাইটর ইব্রাহিম খলিল।
চিত্রদেশ//এলএইচ//