প্রধান সংবাদ

বস্তিতে টিকা দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার:
বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর সবচেয়ে বড় কড়াইল বস্তিতে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এই বস্তিসহ ঢাকার বড় তিন বস্তিতে টিকা দেওয়া হচ্ছে। এগুলো হলো- কড়াইল, ভাসানটেক ও মোহাম্মদপুর বস্তি। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য বস্তিতেও টিকা দেওয়া হবে।

এরপর দেশের অন্যান্য জেলার বস্তিতে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে গতকাল (সোমবার) স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করব। ওখানে প্রায় ৩ লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই কর্মসূচি শুরু করা হবে। ধীরে ধীরে অন্যান্য বস্তিতে এ কার্যক্রম শুরু হবে।

কীভাবে টিকা দেওয়া হবে? সে বিষয়ে তিনি বলেন, উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে নয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button