প্রধান সংবাদ

বন্ধ করে দেওয়া হলো ঢাকার সব যাত্রীবাহী ট্রেন

স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার গণমাধ্যমকে এতথ্য জানান।

তিনি বলেন, ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং আসবেও না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে সোমবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলার রেলস্টেশনে ট্রেন থামবে না।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button