
বই পরিচিতি- হুমায়ুন কবির হিমুর উপন্যাস ’কবি’
ধরণ: উপন্যাস
প্রকাশনী: পারিজাত প্রকাশনী
মূল্য: ৩০০
কাহিনী সংক্ষেপ:
সানাউল হক দোলন, ঢাকা ভার্সিটি থেকে মাষ্টার্স পাস করা একজন যুবক।নীলফামারী জেলার জলঢাকা উপজেল্যয় তার গ্রামের বাড়ি। বর্তমান ঠিকনা ঢাকার মিরপুর ১৪ নাম্বারের শান্তি নীড় নামক মেস বাড়ি। একটা চাকুরী জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়ার পরও তার চাকরী হচ্ছে না। অবশ্য দোলন যে টাইপের মানুষ,এই টাইপের মানুষদের সাধারণত চাকরি পাওয়াটা বড়ই কঠিন। নিজের খরচ চালিয়ে যাওয়ার জন্য সে একটি টিউশনি করায় এক বড়লোক বাবার আদরের দুলালী সুমাইয়া কে। টিউশনি করানোর পাশাপাশি সে একজন কবি। তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দোলন সাহেব সানুষ হিসাবে পরোপকারী। নিজের যতই সমস্যা হউক না কেনো অন্যের উপকারে সে কখনও পিছুপা হয় না। তাই তো বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরেও যখন শান্তি নীড় মেস বাড়ির মালিক সাহাদাত ভাইয়ের বিয়ে হতে না দেখে তার বিয়ে করানোর দ্বায়িত্বটা তার কাধেই তুলে নেয় দোলন৷ বন্ধু পাভেলের পছন্দের মেয়ে শর্মির বাবা যখন কোন ভাবেই পাভেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না,সেই সমস্যা সমাধানের দ্বায়িত্বটিও দোলন তার কাধে নিয়ে নেয়। তার একমাত্র খালু সুমন সাহেব হটাৎ করে কথা বলা বন্ধ করে দেয়ার পর খালার অনুরোধে খালুকে কথা বলানোর দ্বায়িত্বটাও তাকে নিতে হয়। খালাতো বোন স্মৃতি যে তাকে অসম্ভব রকম ভালোবাসে তা সে বেশ বুঝতে পারে। কিনতু স্মৃতির ভালোবাসা স্মৃতির মনের মাঝেই থেকে যায়। তা আর দোলনকে প্রকাশ করা হয় না। কারন স্মৃতিকে দোলন সে সুযোগ দেয় না। দেয়ার কথাও না। কারন দোলনের হৃদয় মন জুড়ে জায়গা দখল করে আছে লাভলী। এতো দ্বায়িত্ব পালনের মাঝে কখন যে তার ভালোবাসার মানুষ লাভলীর অন্যত্র বিয়ে হয়ে যায় সেদিকে তার খেয়াল থাকে না। একটি চাকরী না পাওয়ায় লাভলীর মা মিসেস পাপড়ি কোন ভাবেই ভবঘুরে এক কবি’র কাছে তার মেয়ের বিয়ে হবে এটা কোন ভাবেই মেনে নিতে পারেন না। যদিও লাভলীর বাবা সেলিম সাহেব মেয়ের পক্ষে অবস্থান নিয়েও শেষ পর্যন্ত তার স্ত্রীর যুক্তির কাছে হার মানেন। একটি চাকরীর কাছে, অর্থের কাছে সময়ের কাছে হেরে যায় কবি সানাউল হক দোলনের ভালোবাসা। লাভলী তার বুকের মাঝে দোলনের ভালোবাসাকে চাপা দিয়ে মায়ের পছন্দ করা ছেলেকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়। এমন-ই এক গল্প নিয়ে রচিত হয়েছে হুমায়ুন কবির হিমু’র ষষ্ঠ উপন্যাস ” কবি ”
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ পারিজাত প্রকাশনীর স্টলে।