প্রধান সংবাদবইমেলা

বইমেলায় আফসানা কিশোয়ার এর ‘জলে ধোয়া জবান’

নিজস্ব প্রতিবেদক

আফসানা কিশোয়ার (লোচন) নামটি অনলাইনে খুব কম লোকের কাছেই অজানা। প্রতিবাদী, প্রতিরোধী, নারীবাদী, প্রথাবিরোধী এই বিশেষণগুলোর সাথে আর একটি উল্লেখযোগ্য বিশেষণ ‘কবি আফসানা’। এই এতো ছোট বয়সে তার চৌদ্দতম কবিতার বই ‘জলে ধোয়া জবান’ এসেছে এবাবের বইমেলায়। বইয়ের ‘মুখবন্ধ’ পড়লেই কবির অকপটতা নিয়ে কারো কোন সন্দেহ থাকবে না।

‘জলে ধোয়া জবান ’ভিন্ন ভিন্ন স্বাদের দুইশো প্লাস কবিতা নিয়ে এই বইটি পাওয়া যাবে ‘বাংলানামা’র ২১৮ নং স্টলে । মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা। মনোরম এই প্রচ্ছদটি এঁকেছেন আবু হাসান।

//এস//

Related Articles

Back to top button