প্রধান সংবাদ

ফের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।

তবে হামলার শিকার হওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নাম প্রকাশ করেননি হাসনাত আব্দুল্লাহ।

Related Articles

Back to top button