প্রধান সংবাদ

ফিলিপাইনে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৭৫

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’ এর আঘাতে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানে সুপার টাইফুন।

নিহতদের মধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলে শহরেই ৪৯ জনের মৃত্য হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ফিলিপাইনে গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ‘রাই’ একটি। সূত্র: এএফপি, এনডিটিভি

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button