প্রযুক্তি

ফিরছে নকিয়া ৬৩০০

প্রযুক্তি ডেস্ক:

এক সময়ের তুমুল জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড নকিয়া যেন নিজেকে হারিয়ে খুঁজছে। ইতিমধ্যে তারা ৩৩১০ সহ বেশ কয়েকটি পুরোনো মডেলের রিব্র্যান্ডিং করেছে। সেই ধারাবাহিকতায় এবার নকিয়াপ্রেমীদের কাছে ফিরছে ৬৩০০ এবং ৮০০০ মডেল দুটি।

সম্প্রতি এই দুটি ফোন রিব্র্যান্ডিংয়ের আভাস মিলেছে স্ক্যান্ডিনেভিয়ান মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘তেলিয়া’র ওয়েবসাইটে। নতুন করে ফিরে আসা এই ফোন দুটির নাম হতে পারে নকিয়া ৬৩০০ ৪জি এবং নকিয়া ৮০০০ ৪জি। এছাড়া আপাতত ফোন দুটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোন দুটিতে থাকছে ওয়াইফাই কলিং সুবিধা।

উল্লেখ্য, স্টেইনলেস স্টিল বডির ৬৩০০ মডেলটি ছিল নকিয়ার তুমুল জনপ্রিয় ফোনগুলোর একটি। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে এসেছিল এই ফোন। তখনকার দিনে এর পেছনে ছিল ২ মেগাপিক্সেলের ক্যামেরা; এটি পরিচালিত হতো এস৪০ অপারেটিং সিস্টেমে।

সম্প্রতি নকিয়া তাদের ‘এক্সপ্রেস মিউজিক’ সিরিজের ফোন নকিয়া ৫৩১০ রিব্র্যান্ডিং করে বাজারে ছাড়ে। এই ফোনে এখনও রয়েছে ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল বাটন।

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button