ফল প্রত্যাখ্যান করলেন তাবিথ-ইশরাক, মঙ্গলবার বিএনপির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
গতকাল অনুষ্ঠিত ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির সমর্থিত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ফলাফল প্রত্যাখ্যান করে আজ ঢাকায় বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে অংশও নেন তারা দুজন।
এদিকে দুই সিটির নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ নয়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, এইরকম নির্বাচন আমরা কখনোই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি। কারণ ন্যূনতম সুষ্ঠু কোনো ভোট হয়নি। দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন করেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। কারণ ঘোষিত ফলাফল সম্পূর্ণ মনগড়া ও সাজানো। তাই আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।
হরতাল কর্মসূচিকে ঘিরে বিএনপির অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
চিত্রদেশ//এইচ//