রাজনীতি

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ মূলোৎপাটন করা হবে’

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এই দিনে আমাদের শপথ, নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি সমূলে উৎপাটিত করতে হবে৷

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (২৭ আগস্ট) তার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এ কথা বলেন।

কাজী নজরুলের বিষয়ে কাদের বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম যৌবনের কবি। তিনি মানবতার, বিদ্রোহী কবিও৷ জাতির পিতা বঙ্গবন্ধুই কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। জাতীয় কবির মানবতার বাণী আমাদের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

১৯৪২ সাল থেকে অসুস্থ হয়ে পড়া জাতীয় কবির মৃত্যু হয় ১৯৭৬ সালের ২৭ আগস্ট। ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button