প্রকাশ্যে করোনার টিকা নিলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে প্রকাশ্যে করোনাভাইরাসের টিকা নিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকাটি নিরাপদ এটা প্রমাণ করতে তিনি প্রকাশ্যে এটা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। বাইডেন মার্কিনীদের উদ্দেশ্যে বলেন, এখানে ভয়ের কিছু নেই, টীকা আসা মাত্রই তা সবাই গ্রহণ করবেন। বিবিসি।
প্রধান রাজনৈতিক নেতাদের টিকা গ্রহণের অংশ হিসেবে তিনি টিকা নিলেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টিকা গ্রহণ করেছিলেন। গত সপ্তাহে দেশটিতে দ্বিতীয় টিকা হিসেবে মডার্নারর অনুমোদন দেয়া হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ মানুষ টিকা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
টিকা গ্রহণের পর বাইডেন বলেন, দেশব্যাপি টিকা কার্যক্রম শুরু করার পেছনে ট্রাম্প প্রশাসনের কিছুটা অবদান রয়েছে। এর একদিন আগে বাইডেনের স্ত্রী জিল বাইডেন টিকা গ্রহণ করেছিলেন। এদিকে বাইডনের রানিংমেট কমলা হ্যারিস ও তার স্বামী আগামী সপ্তাহে টিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাইডেন ক্ষমতা গ্রহণের ১০০ দিনের ভিতর ১০ কোটি টিকা প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চিত্রদেশ//এলএফ//