
চিত্রদেশ
পুলিশের তহবিলে ২ কোটি রুপি অনুদান দিলেন অক্ষয়
ভারত সরকারের ত্রাণ তহবিলে ২৫ কোটি রুপি দিয়ে শুরু করেন অক্ষয়। এরপর একে একে এগিয়ে আসেন বলিউড সুপারস্টারেরা। সরকারি ত্রাণ তহবিলে দেয়ার পর অক্ষয় ৩ কোটি রুপি দেন বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) কে। এবার মুম্বাই পুলিশের সহায়তায় এগিয়ে এলেন বলিউড এ খিলাড়ি।
মহামারি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যারা জীবনের ঝুকি নিয়ে জনগণের সেবা করে যাচ্ছেন তাদের সহায়তায় মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউডের এই অভিনেতা।
মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং নিজের টুইটার হ্যান্ডেলে অক্ষয়ের অনুদানের খবর জানান। পাশাপাশি পুলিশের পাশে দাঁড়ানোয় অক্ষয়কে ধন্যবাদও জানান এই কমিশনার।
চিত্রদেশ//এল//