প্রযুক্তি

পাসওয়ার্ড রাখুন হ্যাক ফ্রি

টেক ডেস্ক:

আমাদের ‘টেক’ জীবনের অন্যতম বিড়ম্বনা পাসওয়ার্ড হ্যাক হওয়া। মেইল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক হওয়া নিয়ে সবসময় সতর্ক থাকতে হয়। কিন্তু আপনার পাসওয়ার্ড কতটা সুরক্ষিত? প্রতি মুহূর্তেই হ্যাকাররা ওঁত পেতে আছে আপনার পাসওয়ার্ড হ্যাকের জন্য। আর পাসওয়ার্ড একবার হ্যাকড হলেই সব শেষ।

কারণ, একটি পাসওয়ার্ড হ্যাকড হওয়া মানেই অনেক তথ্য, উপাত্ত আর ডকুমেন্ট চুরি হয়ে যাওয়া। যা অনেক বড় ক্ষতি করতে পারে আপনার বা আপনার প্রতিষ্ঠানের। হ্যাকিং থেকে রক্ষা পেতে দরকার হ্যাক ফ্রি পাসওয়ার্ড।

পাঠক জেনে নিন শক্তিশালী, হ্যাক ফ্রি পাসওয়ার্ড তৈরির ৬ উপায়।

*পাসওয়ার্ড তৈরির সময় না ভেবে এলোমেলো পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড যত এলোমেলো হবে ততই ভালো।

*লম্বা পাসওয়ার্ড বেছে নিন। অন্তত ১২টি ক্যারেক্টর নিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। নম্বর, স্পেশাল ক্যারেক্টর, অক্ষর মিশিয়ে অভিনব পাসওয়ার্ড তৈরি করুন।

*অনেকেই কী-বোর্ডের কী-গুলো পরপর টিপে পাসওয়ার্ড তৈরি করেন। তারা ভাবেন ডান দিক থেকে বাঁদিক এলোমেলোভাবে কী-গুলোর সাহায্যে পাসওয়ার্ড তৈরি করবেন। এভাবে পাসওয়ার্ড তৈরি করলে হ্যাকারদের খপ্পরে পড়বেন সহজেই।

*শুরুতে বা শেষে বিস্ময়সূ চিহ্ন বা ক্যাপিটাল লেটার লিখবেন না।

*ইমেইলে না লিখে রেখে সাদা কাগজে লিখে রাখুন পাসওয়ার্ড।

*নিয়মিত পাল্টান পাসওয়ার্ড। আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড তৈরি করবেন না।

এগুলো মেনে পাসওয়ার্ড তৈরি করলেই আপনার পাসওয়ার্ড থাকবে একদম সুরক্ষিত।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button