খেলাধুলাপ্রধান সংবাদ

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় শাকিব

স্পোর্টস ডেস্ক

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল।
এবারের আসরে দলটির মালিকানায় ঢালিউড সুপারস্টার থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল। অবশেষে জানা গেল, ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।
এ ব্যাপারে শাকিবের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। এছাড়াও বিসিবি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

আগামী ১৯ ডিসেম্বর বিপিএল-এর ১২তম আসরের পর্দ উঠবে। এবারের আসরে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর আর এবারের আসরে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
গত আসরের প্লেয়ার্স ড্রাফটের হাজির হয়ে শাকিব বলেছিলেন, ‘বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদি। আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।’

প্লেয়ার্স ড্রাফটের টেবিলে শাকিবের ঢাকা ক্যাপিটালসের আলো ছড়িয়েছিল। তবে মুখ থুবড়ে পড়েছিল মাঠের খেলায়।

Related Articles

Back to top button