খােজঁ-খবর

পর্যটকদের জন্য আবারো উন্মুক্ত হলো সুন্দরবন

স্টাফ রিপোর্টার:
লকডাউনের দীর্ঘ দুই মাস বাড়িতে আটকে থাকার পর প্রকৃতির সান্নিধ্যে যেতে মন চায় সবারই। নিরিবিলি পরিবেশে প্রাণভরে শ্বাস নিতে তাই সপরিবারে অনেকেই সুন্দরবনে যাবেন বলে আশা করা যায়। ফলে পর্যটন শিল্পকে সরব করতে লকডাউন শেষে পর্যটকদের সুন্দরবনে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারতের বন দফতর।

সম্প্রতি কিছু নির্দেশিকা জারি করে এমন ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আগামী ১৫ জুন থেকে ভারতের দক্ষিণ রায়ের ডেরা সুন্দরবনে যেতে পারবেন পর্যটকরা।

জানা যায়, সুন্দরবনে যাওয়ার অনুমতি মিললেও পর্যটকসহ বোট চালকদের বিশেষ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকা হচ্ছে-

১. পর্যটকদের স্যানিটাইজেশনের দিকে খেয়াল রাখতে হবে।
২. যে বোটে করে পর্যটকরা ঘুরবেন; সেগুলো স্যানিটাইজ করতে হবে।
৩. সুন্দরবনের হোটেলগুলোকে স্যানিটাইজেশনের দিকে দৃষ্টি রাখতে হবে।
৪. বোটে পর্যটকদের শারীরিক দূরত্বের দিকেও নজর রাখতে হবে।

সূত্র জানায়, ইতোমধ্যে সুন্দরবনের বেশিরভাগ গেস্ট হাউস খুলে দেওয়া হয়েছে। তবে আম্ফানের তাণ্ডবের পর সুন্দরবন এখন কতটা সুন্দর রয়েছে, সেই প্রশ্ন জেগেছে পর্যটকদের মনে। তাছাড়া অর্থনীতির এমন বেহাল দশায় হোটেল মালিকরা পুরোনো ছন্দে ফিরতে পারবেন কি?

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button