প্রধান সংবাদবিনোদন

পদ্মা সেতু: দৃশ্যমান হতে বাকি ৩ স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে এখনও বাকি আছে ৩টি স্প্যান। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিয়ারে সেতুর ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হয়। এতে সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও কারিগরি সমস্যা দেখা না দেওয়ায় আজ দুপুর ২টা ৩৫ মিনিটের সময় স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হল সেতুর ৫ হাজার ৭০০ মিটার অংশ।

এর আগে শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’-১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৮তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্যেশ্যে রওনা হয়।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, ৩৮তম স্প্যানটি বসানোর পর চলতি মাসে মোট ৩টি স্প্যান বসানো সম্ভব হল। ৩৭তম স্প্যান বসানোর ১০ দিনের মধ্যে এই স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলো। গত ১২ নভেম্বর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৭তম স্প্যান।

 

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button