প্রধান সংবাদ

নেতাদের ফোনে বিরক্ত ট্রাফিক সার্জেন্টরা

স্টাফ রিপোর্টার:
নতুন সড়ক আইন কার্যকর হলেও তা প্রয়োগ নিয়ে দেখা দিয়েছে নানা সমস্যা। রাজধানীর ট্রাফিক সার্জেন্টরা বলছেন, কেউ আইন ভাঙলেই মামলা দেওয়া যাচ্ছে না। তার আগেই বিভিন্ন মহল থেকে ফোন দিয়ে তদবির করা হচ্ছে। এমন এমন জায়গা থেকে ফোন আসে তাদের কথা উপেক্ষা করার সম্ভব হয় না।

সোমবার দুপুরে রাজধানীর বাংলামটর মড়ে সরেজমিনে দেখা যায়, দায়িত্বরত এক সার্জেন্ট একটি মালবাহী পিকাপকে থামিয়ে রেখেছেন। গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ার আগেই এক নেতার পরিচয় দিচ্ছেন। এরপরেও সার্জেন্ট জোর করেই কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখেন গাড়িটির টেক্সটোকেনের সময় পার হয়ে গেছে তবে চালকের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। এরপরেই মামলা দিতে গেলে সেই নেতার সাথে ফোনে কথা বলিয়ে দেন।

এ সময় সার্জেন্ট বলেন, এই ফোন হচ্ছে যত নষ্টের মূল। অবশেষে পিকাপটি ছেড়ে দিতে বাধ্য হন তিনি।

নাম প্রকাশ না কারা শর্তে সেই সার্জেন্ট জানান, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আইন প্রয়োগ জরুরি। কোন গাড়ি ট্রাফিক আইন ভাঙলেই বিভিন্ন মহল থেকে ফোন আসার কারণে অনেক সময় মামলা দেওয়া সম্ভব হয় না।

তিনি বলেন, যারা ট্রাফিক আইন ভাঙে তাদের জন্যই বড় বড় ব্যক্তিরা ফোন করে। এই নেতাদের ফোনে আমরা বিরক্ত বোধ করছি কিন্তু পরিত্রাণের উপায় দেখছি না।

এদিকে নতুন সড়ক আইনে জরিমানার পরিমাণ বেশি হওয়ায় এই সমস্যা আরও বেড়েছে বলে অনেকেই মনে করছেন। আগেও বিভিন্ন মহল থেকে মামলা না করার অনুরোধ আসলেও এখন তা বহুগুণে বেড়েছে। এর ফলে সড়কে আগের চেয়ে যানজট কম হলেও এর থেকে মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না।

এই একই সমস্যা দেখা যাচ্ছে যাত্রীবাহী লোকাল বাসের ক্ষেত্রেও। তারা নিয়মের বাহিরে গিয়ে যাত্রী উঠানামা করলেও অধিকাংশ সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আইন ভাঙলেই লাইনম্যানরা এসে তদবির শুরু করে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button