গল্প-কবিতা

নূরুন নাহার এর কবিতা ‘ফেলে আসা দিনগুলো’

ফেলে আসা দিনগুেলো আজো মনে পড়ে
স্মরণ করে সে কথা আখিঁ-জল ঝরে।
মোর শিশুকাল ছিল কত-না মধুর,
সেসব ফেলে এসেছি-অনেক অনেক দূর।
সবুজ শ্যামল আম কাঁঠালের মায়া,
আর কি ফিরে পাব তার ছায়া।
সাথীদের নিয়ে করেছি কত খেলা,
হাঁড়িপাতিল ও পুতুলের বসেছে যেন মেলা।
করেছি গাছের পাতার তরকারি ও কাদার পিঠে,
মিছে মিছে খেয়ে বলেছি সবাই কত-না মিঠে।
মা বলতেন, খেলবি কত তোরা,

গোসল খাওয়া করবি নাকি সারা?
কেউ আর ডাকে না আদর সোহাগ করে
মা বলতে তাই প্রাণ আনচান, চোখ জলে ভরে।
পুতুলদের সাজিয়েছি কত-না রঙিন সাজে
খাওয়া-দাওয়া শেষে-বিদায়ের ঘন্টা বাজে।
কলার খোলের নৌকা গড়েছি সাঁঝের বেলা
এরপর শুরু হতো পুতুল বিদায়ের পালা।
পুতুল বিদায় দিয়ে ফিরেছি অশ্রুসজল নয়নে,
ঘরে ফিরেছি কষ্ট কত নিয়ে মনে।
ভাই বলতেন, কাদছিস কোন শোকে-
বলতাম, সাদা কড়ির পুতুলটা নিয়ে গেছে মোর থেকে।
বলতেন, কান্না করিস না আর ওরে,
নানা রঙের পুতুল আবার এনে দেব তোরে।
এ কথা শুনে আনন্দে নাচতাম যেন পাখা মেলে,
এভাবেই দিনগুলো মোদের গেছে হেসে খেলে।

 

কবি: নূরুন নাহার

প্রকাশনা: ‘লিখেছিলাম তোমাদের জন্য’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ

Related Articles

Back to top button