গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের নববর্ষের কবিতা ‘নতুন আশা’
নববর্ষের উষালগ্নে করবো কত মজা
খাব পায়েশ, পোলাও, কোর্মা, সন্দেশ আর গজা।
আসুক জাগরণ এই ধরাধাম মুখরিত করে,
প্রভাত সমীরণ বয়ে আনুক নতুন কিছু তার তরে।
কল্লোলে হিল্লোলে
অন্তরে অন্তরে
সেই আনন্দের স্রোতে
ভেসে যাই-যাই দূরে বহু দূরে।
সেখানে যদি পাই অনাবিল কিছু
ফিরে আসবো না আসবো না আর পিছু।