গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের কবিতা ‘ভবের বাজার’
আমি এলাম ভবের বাজারে
ছয়জন চোরায় নাগাল পেয়ে-
আমার সব নিল কেড়ে।
ভব নদীর তুফান ভারী
উজান পাকে দিও না তরী।
ভব নদীর তরঙ্গে পড়ে পেলাম না কূল
কেবলি দেখি সবকিছুতে করেছি ভুল।
দয়াময় ছাড়া নাহি কোনো সহায়,
তাই ব্যাকুল হয়ে খুঁজছি সেই উপায়।
পাড়ি দিতে পারি যেন ভব নদীর খেলা
তাই তোমার করুণা যাচি অপার বেলা।