গল্প-কবিতা
নূরুন নাহারের কবিতা ‘পাচঁটি ফুল’
আমার বাগানে ফুটেছিল পাচঁটি ফুল
তার গন্ধে মন হতো সব সময় ব্যাকুল।
পাচঁটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
বিজয়ের হাসি হাসবো বলে বুকে আশা ধরি।
সুগন্ধ ছড়াবে আমার পাঁচটি ফুল।
আমার চাওয়া কি ছিল ভুল!
বিকশিত ফুলের হাসিতেই খুঁজি সকল শান্তি,
যাবার আগে জুড়াবে কি আমার ক্লান্তি।