গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের কবিতা ‘দাদুমণি’
সোনামণি দাদু আমার নেই তার তুলনা
তাকে নিয়ে আমার কত যে ভাবনা।
আছে তার হরেক রকম মজার মজার খেলনা
তবু তার মন ভরে না, ধরে অনেক বায়না।
বাবা দিয়েছেন নানা খেলনা কিনে,
খেলে সে একাকী বসে ঘরের কোণে।
মায়ায় ভরা মুখখানিতে যায় যে মন ভরে,
ক্ষণেক হাসি, ক্ষণেক কান্না তার ঠোঁটের পরে।
সকাল সন্ধ্যা বেড়াতে যাবার ঝোঁকটা তার বেশি।
যখন তখন বাইরে গেলে যে খুব খুশি।
তার খুশিটা বজায় থাক এই আমার বাসনা,
আল্লাহ তাকে মানুষ কর এই মোর আরাধনা।