
গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের কবিতা ‘তোমাদের জন্য কামনা’
তোমাদের পানে ধায়
মোর সকল আশা
তোমাদের পানে ধায় যেন
মোর সকল ভালোবাসা।
তোমাদের সুমধুর ঝরণাধারায়
শীতল হবে সবার প্রাণ,
সবকিছুতে থাকবে তোমাদের
অশেষ অবদান।
এগিয়ে চলো সম্মুখপানে
মনে শক্তি,বুকে থাকবে সাহস
চেতনায় থাকবে জাগরণ,
জ্ঞানে থাকবে অসীম বিশ্বাস।
