পজিটিভ বাংলাদেশমুক্তমত

নিজের খুশী-কানিজ কাদীর

অন্যকে খুশী করা ভাল । কিন্তু অন্যকে ‘খুশী করার’ জন্য নিজের জীবন পাত করা বোকামী। কারণ নিজেকেও সুন্দর ভাবে বেঁচে থ থাকতে হবে এই ধরণীতে। এই ধরণীর সুন্দর রূপ, গন্ধ, মুগ্ধতা অবগাহন করতে চাইলে নিজেকে সুখী রাখতে হবে, সুস্থ রাখতে হবে। নিজেকে সুখী করার জন্য চেষ্টা করে যেতে হবে যা আমাদের সুন্দর ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা দেবে। আমরা তাকেই খুশী করবো যে সেই খুশীর মূল্যায়ন করবে, মর্যাদা দেবে। অপাত্রে পানি ঢেলে নিজেকে অবমূল্যায়নই করা হলে হয়। অকৃতজ্ঞ, বেঈমানদের পিছনে নিজের মূল্যবান সময় ব্যয় করে সময় অপচয় করা মানে নিজের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাওয়া। আমাদের মনে রাখতে হবে নিজের শরীর ভেঙ্গে গেলে মনও সাথে সাথে ভেঙ্গে যায়। কাজেই অন্যকে খুশী করতে চাইলে নিজের ভিত আগে শক্ত করতে হবে। তখন চলার পথের প্রতিটা পদক্ষেপই হবে অন্যের জন্য কিছু করার ইচ্ছা। তাই আগে নিজের মন ও দেহকে বাঁচাই পরে অন্যের জন্য বাঁচি।

 

Related Articles

Back to top button