প্রধান সংবাদশিক্ষা

নাঈমের মৃত্যু: মতিঝিলে সড়কে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৮) মৃত্যুর ঘটনায় গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। প্রকৃত আসামির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।এদিন মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান করছেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোনকারীরা সাংবাদিকদের জানান, বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালবে।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button