প্রধান সংবাদমুক্তমত

নতুন প্রজন্মের জন্য

কানিজ কাদীর

জীবন অনেক বড়। এখানে চলার পথে অনেকের সাথে মিশতে হয়। চলতি পথে অনেক ভুল হয়। ভুল থেকেই জীবনে শিক্ষা লাভ করে মানুষ।আবার অনেক সময় ভুলের মাশুল দিতে হয় জীবনে অনেক। তবে সঠিক সময়ে  নিজের ভুল শোধরাতে পারলে জীবনকে আবার এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানুষ কখনোই বোকা থাকে না। জীবনের প্রয়োজনেই  মানুষ মানুষের সাথে মিশে তবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে পথ চলতে হয়। মানুষের সাথে স্বতস্ফূর্তভাবে মিশলেই  মানুষ খারাপ হয়ে যায় না। নিজেকে নিরাপদ দূরত্বে রেখে সবার সাথে ভাল ব্যবহার করেই মানুষের পথ চলতে হয়। জীবনে কাজের ক্ষেত্রে সব ধরণের মানুষের সাথেই আমাদের চলতে হয় । যেমন-অফিসের দারোয়ান,আয়া, ড্রাইভার, কাজের বুয়া ইত্যাদি। ওদেরও কিন্তু আমাদের প্রয়োজন। ওদের খোঁজ খবর নিলে কিন্তু আমরা ছোট হয়ে যাই না। যেমন- অফিসের দারোয়ানকে যদি বলো, ”চাচা, ভালো আছেন?” তাতে কি কেউ ছোট হয়ে যাবে? কেউ কিন্তু তার পাশের চেয়ারে তাকে বসাবে না। যার যার আসনেই সে থাকবে। তেমনি আমাদের বাসার কাজের বুয়াকে কেউ নিশ্চয়ই ডাইনিং টেবিলে বসাবে না খাবার জন্য। মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। মানুষের সাথে মিশেই মানুষ চিনতে হয়। জীবনটা এত ছোট নয যে কারও আরও ভাল মানুষের সাথে পরিচয় হবে না। জীবনে ভাল মানুষের খুব প্রয়োজন। একজন ভাল মানুষ হয়ে উঠে ভাল বন্ধু। ভাল বন্ধু অনেক সময়ই সুন্দর জীবনের অনুপ্রেরণা দেয়। নতুন প্রজন্মের সামনে অনেক সময়। তাই তাদের পথ চলতে হবে বুদ্ধি করে। সময় নষ্ট না করে। জীবনে সময়ের মূল্য অনেক। সবার শক্ত মনোবলই হবে তার চলার পথের সহায়ক। রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা । পরম করুণাময় অবশ্যই কল্যাণের পথই দেখাবেন।

 

Related Articles

Back to top button