প্রধান সংবাদ

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ওই সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর ৩২ নম্বর ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যা পর সড়কে অবস্থানরতদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা ধারণা করছেন, আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, শুধু ৩২ নম্বরে না, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সড়কে টহল-চেক পোস্ট বাড়ানো হয়েছে।

Related Articles

Back to top button