প্রধান সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়ায় উপচেপড়া ভিড়, ভোগান্তি চরমে

রাজবাড়ী প্রতিনিধি:
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। আজ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেশি দেখা গেছে ঘাটগুলোতে। শুক্রবার সকাল থেকে প্রতিটি লঞ্চ ও ফেরিতে শত শত ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী বাসের সাথে সাধারণ যাত্রীদের ভিড় দেখা যায়।

তবে নির্দিষ্ট গন্তব্যের আগে যাত্রীদের নামিয়ে দেয়ায় মালামাল নিয়ে পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হয়েছে তাদের। এতে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়াও বাগতি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ জোনিয়েছেন অনেকে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ২০টি ফেরি দিয়ে পারাপার চলছে এখন। এছাড়া, লঞ্চ চলাচল করছে ২১টি। তবে অন্যান্য সময়ের চাইতে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। গত ২৪ ঘণ্টায় এ নৌরুট দিয়ে ৯ হাজার ছোট বড় যানবাহন পারাপার করা হয়েছে। যা অন্যান্য সময়ের চাইতে দ্বিগুণেরও বেশি।

এদিকে আজও দৌলতদিয়া মহাসড়কে ৫ শতাধিক যাত্রীবাহী বাস,পন্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিস’র ডিজিএম খালিদ নেওয়াজ বলেন, ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। যানবাহনের চাপ বেড়ে গেলে তাৎক্ষণিক ফেরির সংখ্যা বাড়ানো হবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button