প্রধান সংবাদসারাদেশ

দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দী

চিত্রদেশ ডেস্ক:

টাঙ্গাইলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যমুনা, ধলেশ্বরী, ঝিনাইদহ সকল নদ-নদীর পানি। এতে করে জেলার ৬টি উপজেলার দুই শতাধিক গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। বানের স্রোতে রাস্তাঘাট ও ব্রিজ ভেঙে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট। নৌকাই এখন একমাত্র ভরসা বানভাসিদের।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পা‌নি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এছাড়াও বংশাই লৌহজংসহ সকল নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সরজমিনে দেখা গে‌ছে, অসম‌য়ের বন্যা দেখা দেয়ায় টাঙ্গাইল সদর, ভুঞাপুর, কা‌লিহাতী, নাগরপুর, মির্জাপুর, বাসাই‌লের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আবাদ নষ্ট হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে ৫ শতাধিক হেক্টর ফসলি জমি। পা‌নিবন্দী দেড় লাখেরও বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছে। দেখা দিয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ। এছাড়াও পয়ঃনিষ্কাশনের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের খাদ্য সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন বানভাসিরা।

জেলা পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, যমুনা নদী ধলেশ্বরীসহ অন্যান্য নদী‌তে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৮০ কি‌লো‌মিটার অংশে নদী‌তে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। বন‌্যা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌লে ভাঙন নিরুপ‌নে কাজ শুরু করা হ‌বে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button