দেশে ফিরলেন বিশ্বকাপজয়ী রোহিত-কোহলিরা
নিজস্ব প্রতিবেদক:
দেশে ফিরেছে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল। ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোজে আটকে পড়েছিল দলটি। অবশেষে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টায় ৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা।
দীর্ঘ ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ম্যান ইন ব্লুরা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া।
দীর্ঘ অপেক্ষা কাটানোর উৎসবে বাধা হয়ে দাঁড়ায় হারিকেন বেরিল। এ কারণে বিশ্বকাপের আয়োজকদের দেশেই আটকা ছিলেন রোহিত-কোহলিরা।
বার্বাডোজ থেকে এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড বিমানে বিশ্বকাপজয়ী দলকে উড়িয়ে আনার হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিতদের স্বাগত জানাতে ভোর হতেই জড়ো হতে থাকেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। সকাল ৬টার দিকে পৌঁছানোর পর পৌনে ৭টা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে উঠেন তারা।
এরপর ভ্রমণ ক্লান্তি দূর করতে সরাসরি হোটেলে চলে যায় টিম ইন্ডিয়া। বিশ্রাম শেষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি নিয়ে যাবেন রোহিত-কোহলিরা। সেখান থেকে ছাদখোলা বাসে শিরোপা উদযাপনে মেতে উঠবে টিম ইন্ডিয়া।