অর্থ-বাণিজ্যপজিটিভ বাংলাদেশপ্রধান সংবাদ

দেশের বাজারে কমলো আলুর দাম

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১০০টন আলু দেশে প্রবেশ করেছে। আমদানির খবরে বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে আলু আমদানি হয়।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস পর শনিবার এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

এদিকে আমদানির খবরে দেশের বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা কমে গেছে।

শনিবার দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আলু আমদানির খবরে শুক্রবারের তুলনায় এদিন কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে।

ক্রেতা আবেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে আলু কিনছি। শনিবার দুই কেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দামে।

আলু বিক্রেতা আব্দুল খালেক বলেন, গত দুই দিন ধরে বাজারে আলুর দাম কমে গেছে। দেশি আলুর সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কেজিতে দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।

//এস//

Related Articles

Back to top button