দক্ষিণে তাপস-সেলিম, উত্তরে আতিকুলের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের হয়ে লড়তে মেয়র আতিকুল , এমপি তাপসসহ ৬জন মনোনয়ন প্রত্যাশী এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। ফরম বিতরণ চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তার পক্ষে মনোনয়ন ফরম নেন তার ছোট ভাই ইমন। এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ঢাকা উত্তরের মনোননয় চেয়ে ফরম ক্রয় করেছেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার পক্ষে মনোনয়ন নেন ঢাকা ১০ আসনের ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেট থানার সভাপতি-সাধারণ সম্পাদকরা। ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের পক্ষে মনোনয়ন তোলেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। এছাড়া বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা এমএ রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের অফিস সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন, জিএম মাসুদুল হাসান।
চিত্রদেশ//এস//