শিক্ষা

ঢাবির উদ্ভাবিত কিটে করোনা শনাক্ত হবে ৩০ মিনিটে

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের (সার্স কোভ-২) আরএনএর উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল গবেষক।

গবেষকরা বলছেন, মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই ঢাবির উদ্ভাবিত কিটে করোনা শনাক্ত করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে সংশ্লিষ্ট গবেষকরা (সার্স কোভ-২) আরএনএ ভাইরাস সফলভাবে শনাক্ত করেছেন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গবেষকরা র‌্যাপিড কলোরোমেট্রিক টেস্ট প্রক্রিয়া অনুসরণ করেছেন, যেটি আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে পরিচিত।

বিজ্ঞপ্তিতে ভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, ‘একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে এই ভাইরাস শনাক্তের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে।

করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে পরীক্ষা কিটে হলুদ ও নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ পাওয়া গেছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউতে পাঠানো হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কাছে ব্যবহারের আবেদন করা হবে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button