শিক্ষা

ঢাবিতে অনলাইনে বিভিন্ন বর্ষের ভর্তি শুরু

স্টাফ রিপোর্টার:
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষের ভর্তি ও ফরম ফিল-আপ অনলাইনে শুরু হয়েছে।

সোমবার (২১ জুন) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা এ সেবা গ্রহণ করতে পারছেন। গত বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনলাইনে ভর্তির জন্য যা লাগবে:

ব্যবহারকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ অঙ্কের নিবন্ধন নম্বর দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এসব তথ্য দেওয়ার পর শিক্ষার্থীদের পরীক্ষা ও ফরম পূরণের ফি দিতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি দিতে পারবেন।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button