প্রধান সংবাদসারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি:
লকডাউন শিথিলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।
এতে করে পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে এ যানজটের শুরু হয়েছে। গাড়ি চলাচলেও ধীরগতি রয়েছে। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উত্তরাঞ্চলগামী যাত্রী বাস ও ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির জানিয়েছেন, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের অনেক চাপ রয়েছে। অনেক স্থানে থেমে থেমে চলাচল করছে যানবাহন।
যানজট নিরসনে হাইওয়ে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
চিত্রদেশ//এফটি//