প্রধান সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপর একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

ঢাকাগামী ট্রাকচালক মো. ফারুক হোসেন জানান, প্রায় ১ ঘণ্টা যাবত জ্যামে আটকা পড়ে আছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে এসে বসে আছি গাড়ি এগোচ্ছে না। তবে কখন ঢাকা পৌঁছাবো তা জানি না।

এছাড়া একাধিক যাত্রী ও চালকরা জানান, ভোগান্তি ও দুর্ভোগে বসে থাকতে হচ্ছে তাদের।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, সুতাবোঝাই পণ্যবাহী ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়েছে। মালামাল না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাক রাস্তা থেকে সরানো যাচ্ছে না। দুপুরের মধ্যে যানজট নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button