ঢাকার যে ১৭৮ স্পটে ছড়িয়েছে করোনা
স্টাফ রিপোর্টার:
ঢাকা বিভাগে এবং রাজধানীতে দেশের সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। আর শুধু রাজধানীতেই রয়েছে ১৭৮ করোনা স্পট।
শুক্রবার (৮ মে) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০৬ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন। এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের শীর্ষ রয়েছে রাজধানীসহ ঢাকা বিভাগ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও রাজধানীতে অনেকেই স্বাস্থ্য বিধি না মেনে চলাফেরা করছেন। ফলে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শুরুর দিকে শুধুমাত্র আইইডিসিআরের ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হলেও এখন সারাদেশে ৩৫টি ল্যাবে করোনাভাইরাস সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তদের মধ্যে রাজধানীর ১৭৮ স্থানে সর্বোচ্চ ছয় হাজার ১৬২ জন অর্থাৎ ৫৮ দশমিক ২৮ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজধানী বাদে ঢাকা বিভাগে করোনা রোগী দুই হাজার ৫১৫ জন অর্থাৎ ২৩ দশমিক ৭৯ শতাংশ। এর বাইরে চট্টগ্রামে ৫৭৬ জন, সিলেটে ১৬৩, রংপুরে ২৬৩, খুলনায় ২১১, ময়মনসিংহে ৪০০, বরিশালে ১৩০ এবং রাজশাহীতে ১৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে মোট ১৭৮টি স্থানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এলাকা ভেদে এ সংখ্যা একজন থেকে সর্বোচ্চ ২০০ জন রয়েছেন।
রাজধানীতে যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে পাঠকদের জন্য সেগুলো নিচে তুলে ধরা হল-
আব্দুল্লাহপুর ২, আফতাবনগর ১, আদাবর ২০,আগারগাঁও ৪৭, আমিনবাজার ২, আমলাপাড়া ২, আরামবাগ ৭, আরমানিটোলা ৩, আসাদগেট ১, আশুলিয়া ২, আশকোনা ১, আজিমপুর ২৫, বাবুবাজার ৭৮, বাড্ডা ৫৫, বেইলি রোড ১৩, বকশিবাজার ৫, বারিধারা ৮, বনশ্রী ৬, বনানী ২৫, বাংলামোটর ৬, বংশাল ৭১, বানিয়ানগর ১, বাসাবো ৪৭, বিজয়নগর ১, বসুন্ধরা ১৯, বেগুনবাড়ি ৪, বেগমবাজার ১, বেড়িবাঁধ ১, বকশিবাজার ৫, বসিলা ১, বুয়েট এরিয়া ১, ক্যান্টনমেন্ট ১০, সেন্ট্রাল রোড ২, চানখারপুল ৩৭, চকবাজার ৪৯, ধনিয়া ৯, দক্ষিণখান ১, ঢাকেশ্বরি ১, ডেমরা ১৮, ধানমন্ডি ৫৭, ধলপুর ৯, ধোলাইপাড় ৬, ধোলাইখাল ২, দয়াগঞ্জ ৩, এলিফ্যান্ট রোড ১২, ইস্কাটন ২৪, ফরিদাবাগ ১, ফকিরাপুল ৩, ফরাসগঞ্জ ২, ফার্মগেট ৩২, গেন্ডারিয়া ৫৮, গোলারটেক ১, গোড়ান ১৩, গোলাপবাগ ৭, গণকটুলি ৪, গোপীবাগ ২৯, গ্রীনরোড ২২, গুলিস্তান ১০, গুলশান ৫৪, হাতিরঝিল ৬, হাতিরপুল ৯, হাজারীবাগ ৪০, ইব্রাহিমপুর ৬, ইসলামবাগ ৩, ইসলামপুর ৬, জেলগেট ২, যাত্রাবাড়ী ১৬৯, জিগাতলা ৯, জুরাইন ৩৮, কাফরুল ২, কল্যাণপুর ১০, কলাবাগান ১৩, কাকরাইল ১৭৩, কাঠালবাগান ৬, কমলাপুর ৬, কাজলা ৩, কামরাঙ্গীরচর ৪০, কাজীপাড়া ১০, কাওরানবাজার ১৫, করাতিটোলা ১, কসাইটুলি ১, কচুক্ষেত ১, খিলগাঁও ৫৯, খিলক্ষেত ৪, কলতাবাজার ১, কদমতলী ১০, কোতোয়ালি ১৫, কুতুবখালী ৬, কুড়িল ৪, লালমাটিয়া ৫, লালবাগ ৯৮, লক্ষীবাজার ১৮, মাদারটেক ৫, মালিটোলা ৪, মালিবাগ ৮৩, মাটিকাটা ৪, মান্ডা ২৬, মানিকনগর ২৩, মানিকদী ১, মাতুয়াইল ৫, মেরাদিয়া ৭, মিরহাজিরবাগ ৫, মিরপুর-১ ৩৬ মিরপুর-২ ৯, মিরপুর-৬ ১২ মিরপুর-১০ ১৯, মিরপুর-১১ ৩৮, মিরপুর-১২ ১৯, মিরপুর-১৩ ৫, মিরপুর ৪০, মিটফোর্ড ৩৮, মগবাজার ৬৫, মনিপুর ১, মহাখালী ১৪৬, মোহনপুর ১, মোহাম্মদপুর ১২৬, মতিঝিল ৭, মুগদা ১৪৯, নবাবপুর ৪, নাজিরা বাজার ১০, নারিন্দা ২৪, নিউমার্কেট ১১, নীলক্ষেত ৪, নাখালপাড়া ১৯,নয়াবাজার ৯, নিমতলী ৯, নিকুঞ্জ ১,পান্থপথ ১৮, পল্লবী ১২, পল্টন ৩২, পীরেরবাগ ৭, পোস্তাগোলা ৭, পুরানা পল্টন ২৭, রাজারবাগ ২০০, রামপুরা ৪১, রমনা ৩৮, রসুলবাগ ৪, রায়েরবাগ ৯, রাজাবাজার ১৪, রসুলপুর ১, রূপগঞ্জ ১, রায়েরবাজার ৯, সবুজবাগ ৭, সদরঘাট ৪, শাজাহানপুর ২১, সায়েদাবাদ ১১, সেগুনবাগিচা ৬, সায়েন্সল্যাব ১, শাহ আলিবাগ ২, শাহবাগ ৫৯, শাঁখারীবাজার ৩১, শান্তিবাগ ১৪, শ্যামপুর ৮, শান্তিনগর ২২, শ্যামলী ৫৩, শেওড়াপাড়া ৯, শেখেরটেক ১, সোয়ারিঘাট ৩, সিপাহীবাগ ২, সিদ্ধেশ্বরী ৪, শনিরআখড়া ১৭, স্বামীবাগ ৪৭, শেরেবাংলানগর ১০, সূত্রাপুর ২৯, তল্লাবাগ ৪, তাতীবাজার ১০, টিকাটুলি ২২, তেজকুনিপারা ৩, তেজগাঁও ৯৮, তুরাগ ১, তেজতুরী বাজার ৫, টঙ্গী ১৩, টোলারবাগ ১৯, উর্দু রোড ১, উত্তরা ৮০, ভাটারা ৫, ভাষানটেক ২ এবং ওয়ারীতে ৫১ জন।
চিত্রদেশ//এস//