প্রধান সংবাদ

ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা

স্টাফ রিপোর্টার:
কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং থেকে বিমানের একটি উড়োজাহাজে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। টিকাগুলো বুধবার (১১ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছাবে।

ফেসবুক পোস্টে হুয়ালং ইয়ান জানান, সিনোফার্মের ১.৭ মিলিয়ন ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে আজ ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আসছে।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ ফেসবুকে আরও জানান, চীন খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদন করবে।

উল্লেখ্য, সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button